• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ৫


রংপুর প্রতিনিধি
প্রকাশিত: মে ৪, ২০২২, ০৯:৫৩ পিএম
সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ৫

সিএনজিচালিত অটোরিকশা ও মাইক্রোবাসের সংঘর্ষে অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও ৪ জন। বুধবার (৪ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের পাগলাপীর শলেয়াশা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি খাড়ুয়াবাধা গ্রামের আমজাদ হোসেন (৫০), ইকরচালীর দোহাজারী ছুটহাজীপুর গ্রামের সিএনজিচালক ছেয়াদুল ইসলাম ছোপড়া (৩৭) ও নাজমা বেগম (৩৫)। বাকি দুইজনের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করে কোতয়ালি থানার উপ-পরিদর্শক ফিরোজ আলী জানান, রংপুর থেকে তারাগঞ্জের দিকে যাচ্ছিল মাইক্রোবাসটি। অপরদিকে যাত্রীবোঝাই সিএনজিচালিত অটোরিকশাটি আসছিল। মহাসড়কের শলেয়াশা বাজার এলাকায় সিএনজিচালিত অটোরিকশাটি ইউটার্ন নেওয়ার সময় এ সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৩ জন মারা যান। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছিল। তাদের মধ্যে আরও দুজনের মৃত্যু হয়েছে।

হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার জাহিদুর ইসলাম জাহিদ বলেন, “আহতদের পরিচয় নিশ্চিতে কাজ চলছে। দুর্ঘটনার কবলে পড়া গাড়ি দুটি জব্দ করা হয়েছে।”

Link copied!