• ঢাকা
  • শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩০, ১৩ রমজান ১৪৪৬

সাতক্ষীরায় উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু


সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৭, ২০২১, ০৫:৪৫ পিএম
সাতক্ষীরায় উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু

সাতক্ষীরায় করোনার উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু হয়েছে। 

শুক্রবার (৬ আগস্ট) থেকে শনিবার (৭ আগস্ট) ১২টা পর্যন্ত মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। 

এই সময়ের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩০ জন, এছাড়া নতুন ভর্তি হয়েছেন ২৫ জন। এনিয়ে জেলায় করোনা উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়াল মোট ৫৭২ জন ও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৫ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ৯৪ জনের নমুনা পরীক্ষা শেষে ২০ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। যা শনাক্তের হার ২১ দশমিক ২৭ শতাংশ। এনিয়ে, জেলায় আজ পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন পাঁচ হাজার ৯৭১ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৪ হাজার ৮২৩ জন। 

মৃতরা হলেন কালিগঞ্জ উপজেলার ইভাকুড় গ্রামের আরশাদ গাজী (৮০), রাজাপুর গ্রামের হাসিনা বেগম (৫০), ভেটখালি গ্রামের আব্দুস সামাদ (৬৯), সাতক্ষীরা শহরের মুনজিতপুর গ্রামের আব্দুল হামিদ (৮০) ও শ্যামনগর উপজেলার চন্ডিপুর গ্রামের মাজেদা খাতুন (৫৫)।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের প্রধান ডা. মানস কুমার মন্ডল জানান, বর্তমানে মেডিকেল কলেজ হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত ও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন ১৬০ জন। এদের মধ্যে ১৪ জনের শরীরে করোনা পজেটিভ, ১৪৬ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন থাকা পাঁচজন মারা গেছেন। এছাড়া সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩০ জন, নতুন করে ভর্তি হয়েছেন ২৪ জন।

Link copied!