• ঢাকা
  • মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪, ৬ কার্তিক ১৪৩১, ১৮ রবিউস সানি ১৪৪৬

‘সাংবাদিক ও পুলিশ একে অপরের পরিপূরক’


কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২৪, ২০২২, ০৩:১৩ পিএম
‘সাংবাদিক ও পুলিশ একে অপরের পরিপূরক’

সাংবাদিক ও পুলিশ একে অপরের পরিপূরক বলে মন্তব্য করেছেন কুড়িগ্রামের নবাগত পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম।

বুধবার (২৪ আগস্ট) সকালে কুড়িগ্রাম পুলিশ সুপার হলরুমে নবাগত পুলিশ সুপারের সঙ্গে প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় জেলার সার্বিক পরিস্থিতি, সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন তিনি।

পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। সাংবাদিকরা সমাজের অপরাধ ও অসংগতিগুলো তুলে ধরার মাধ্যমে পুলিশ-প্রশাসনকে সহযোগিতা করে থাকে। পুলিশ অপরাধে দমনে যেমন কাজ করে ,তেমনি সাংবাদিকরা অপরাধ দমনে সহায়তা করে।”

এ সময় আরও বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমিন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাঁন মো. শাহরিয়ার, কুড়িগ্রাম প্রেসক্লাব সভাপতি রাজু মোস্তাফিজ, সাধারণ সম্পাদক আব্দুল খালেক ফারুক, সিনিয়র সাংবাদিক সফি খান, মমিনুল ইসলাম মঞ্জু, ছানালাল বকসী, শফিকুল ইসলাম বেবু, ইউসুফ আলমগীর, হুমায়ুন কবির সূর্য।

Link copied!