• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

সন্ত্রাসীদের গুলিতে ইউপিডিএফ সদস্য নিহত


বান্দরবান প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ১৫, ২০২২, ০৭:৫৫ পিএম
সন্ত্রাসীদের গুলিতে ইউপিডিএফ সদস্য নিহত

বান্দরবান সদর উপজেলায় সন্ত্রাসীদের গুলিতে জ্বলন্ত তঞ্চগ্যা (৩৩) নামে ইউপিডিএফ (গণতান্ত্রিক) দলের এক সদস্য নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৫ মার্চ) বিকেলে উপজেলার টংকাবতি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চাকমা পুনর্বাসন পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

জ্বলন্ত উপজেলার বাঘমারা এলাকার থাংলুং পাড়ার রাম তঞ্চগ্যা ছেলে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান জানান, আজ বিকেল ৪টার দিকে চাকমা পুনর্বাসন পাড়া এলাকায় জেএসএস ও ইউপিডিএফের (গণতান্ত্রিক) মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় জ্বলন্ত তঞ্চগ্যা নামের এক যুবক নিহত হন। তিনি ইউপিডিএফ (গণতান্ত্রিক) দলের সক্রিয় সদস্য ছিলেন।

ইউপিডিএফ দলের সাধারণ সম্পাদক উবামং মারমা বলেন, “জ্বলন্ত আমাদের দলের শুধু মাত্র একজন সমর্থক। তবে পূর্বে সে জেএসএস মূল দলের কালেক্টর হিসেবে ছিলেন। বর্তমানে জেএসএস দল ছেড়ে স্বাভাবিক জীবন যাপন করছিলেন। তিনি মোটরসাইকেলে ‘১২ মাইল’ নামক এলাকায় ঘুরতে যাওয়ার সময় তাকে লক্ষ্য করে গুলি চালায় সন্ত্রাসী। ঘটনাস্থলেই মারা যান জ্বলন্ত।”

এ বিষয়ে বান্দরবান থানার অতিরিক্ত পুলিশ সুপার মো. কুদ্দুছ ফরাজী জানান, খবর পেয়ে লাশ উদ্ধারের জন্য পুলিশ ঘটনাস্থলে রওনা দিয়েছে।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!