• ঢাকা
  • সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২, ২২ শাওয়াল ১৪৪৬

শ্বাশুড়িকে হত্যার দায়ে জামাতার ৪০ বছরের কারাদণ্ড


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২১, ০৬:৩৮ পিএম
শ্বাশুড়িকে হত্যার দায়ে জামাতার ৪০ বছরের কারাদণ্ড

কক্সবাজারের টেকনাফে শ্বাশুড়িকে কুপিয়ে হত্যা এবং দায়ের কোপে শ্যালিকার হাত বিচ্ছিন্ন করার দায়ে শামসুল আলম নামের একজনকে ৪০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার দুপুরে আসামি শামসুল আলমের উপস্থিতিতেই শ্বাশুড়িকে হত্যার দায়ে ৩০ বছর এবং শ্যালিকার হাত বিচ্ছিন্ন করার অপরাধে  ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেন কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাঈল।

২০১৩ সালের ১১ ডিসেম্বর দিন দুপুরে সীমানা বিরোধের জেরে টেকনাফ সদর ইউনিয়নের খোন্দকার পাড়ায় ওই ঘটনা ঘটে। সাজাপ্রাপ্ত শামসুল একই গ্রামের মৃত জহির আহম্মদ মিস্ত্রীর ছেলে।

নিহতের স্বামী ও মামলার বাদী আবদুল গফুর বলেন, “শামসুল আলম আমার মেয়ের স্বামী ও আমার প্রতিবেশী। তাদের সাথে আমাদের সীমানা বিরোধ ছিল। সেই বিরোধের জেরেই প্রকাশ্যে দিবালোকে আমার স্ত্রীকে কুপিয়ে হত্যা এবং আমার ছোট মেয়ের হাত বিচ্ছিন্ন করে শামসুল। এ নিয়ে আমি মামলা করি। বুধবার তার রায় হয়েছে।”

কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি ( পিপি) ফরিদুল আলম বলেন, “হত্যা ও হত্যা চেষ্টা আইনের ৩টি ধারায় শামসুল আলমকে পৃথকভাবে ৪০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।”

Link copied!