• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষক হত্যা ও লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন


খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ৩, ২০২২, ০১:৩৪ পিএম
শিক্ষক হত্যা ও লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন

শিক্ষক হত্যা ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে খাগড়াছড়ি শিক্ষক সমাজ।

রোববার (৩ জুলাই) সকালে জেলা প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি পালিত হয়। প্রতিবাদ সমাবেশ থেকে অপরাধীদের শাস্তি নিশ্চিত করা এবং শিক্ষকদের মর্যাদা ও সম্মান সমুন্নত রাখতে পদক্ষেপ গ্রহণ এবং শিক্ষক সুরক্ষা আইন করার দাবি জানানো হয়। কর্মসূচিতে জেলার সরকারি, বেসরকারি, প্রাথমিক  ও মাধ্যমিকসহ বিভিন্ন স্তরের শিক্ষক, শিক্ষিকা অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তারা বলেন, শিক্ষক হত্যা ও নির্যাতনকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

চম্পানন চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদের সভাপতি অংপ্রু মারমা, বাংলাদেশ বেসরকারি মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির সভাপতি অমরেন্দ্র চাকমা, প্রাথমিক শিক্ষক সমিতি অমিন্দ্র কুমার ত্রিপুরা, মাধ্যমিক সরকারি শিক্ষক সমিতির ইউসুফ আদনান, মিলেনিয়াম ভাইবোনছড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাতুমনি চাকমা, মনিগ্রাম উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক শ্যামল মিত্র চাকমা, খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের প্রভাষক জহিরুল ইসলাম, দীঘিনালা কলেজের প্রভাষক মিমি চাকমা ও খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!