রামেক হাসপাতালে ১০ জনের মৃত্যু


রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৬, ২০২১, ০৯:৫০ এএম
রামেক হাসপাতালে ১০ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় ১০ জন মারা গেছেন।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার শামীম ইয়াজদানী জানান, রোববার (১৫ আগস্ট) সকাল ৮টা থেকে সোমবার (১৬ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত বিভিন্ন সময়ে তাদের মৃত্যু হয়।

হাসপাতাল সূত্র জানায়, ১০ জনের মধ্যে করোনা পজিটিভ ছিলেন ৪ জন। করোনা উপসর্গে ৫ জন মারা গেছেন এবং একজনের মৃত্যু হয়েছে করোনা নেগেটিভ অবস্থায়। 

মৃতদের মধ্যে রাজশাহীর দুইজন, নাটোরের ৪ জন, নওগাঁর তিনজন এবং চুয়াডাঙ্গা জেলার রয়েছেন একজন। 

সর্বশেষ একদিনে করোনা ও এর উপসর্গ নিয়ে হাসপাতালটিতে ভর্তি হয়েছেন ৩২ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৯ জন।

Link copied!