• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাতের আঁধারে পালপাড়ায় দুর্বৃত্তদের ভাঙচুর


নাটোর প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ১১, ২০২২, ১০:০২ পিএম
রাতের আঁধারে পালপাড়ায় দুর্বৃত্তদের ভাঙচুর

নাটোরের লালপুরে মৃৎশিল্প পাড়ায় (পালপাড়া) রাতের আঁধারে এক কারিগর বাড়ির ৫ শতাধিক কুয়ার পাট ও পাট তৈরির ফর্মা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় অজ্ঞাতনামা দুর্বৃত্তদের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী ধীরেন্দ্রনাথ পাল (৬৫)।

সোমবার (১১ এপ্রিল) সন্ধ্যায় লালপুর থানায় এ মামলাটি করেন তিনি।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, রোববার রাতে মাটির পাট পুড়ানোর উদ্দেশ্যে ধীরেন্দ্রনাথ পাল এবং তার ছেলে উত্তম কুমার পাল (৩০) কারখানায় গিয়ে দেখেন কাদা মাটির ৫ শতাধিক পাট ও ফর্মা ভেঙে ফেলা হয়েছ, যার ক্ষতির পরিমাণ আনুমানিক লক্ষাধিক টাকা। রাতের কোনো একসময়ে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে।

এ বিষয়ে পাট তৈরির কারিগর উত্তম কুমার বলেন, “আমরা বংশপরম্পরায় মাটির পাট ও অন্যান্য সামগ্রী তৈরি করে আসছি। এর আগে কখনো আমাদের সঙ্গে এমন ঘটনা ঘটেনি। পাট ভাঙচুরের ঘটনায় তাদের লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।”

এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন বলেন, “আমরা অভিযোগ পেয়েছি। ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। আইন অনুযায়ী তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।”

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!