• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাতের আঁধারে অর্ধশতাধিক প্রতিমা ভাঙচুর


সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২২, ০৯:১৭ পিএম
রাতের আঁধারে অর্ধশতাধিক প্রতিমা ভাঙচুর
আগরদাঁড়ি গ্রামে প্রতিমা শিল্পী রঞ্জন কুমার পালের কারখানায় ভাঙচুর করা সরস্বতী প্রতিমাগুলো। ছবি : সংবাদ প্রকাশ

সাতক্ষীরা সদর উপজেলার আগরদাঁড়ি গ্রামে রাতের আঁধারে চারটি কালী প্রতিমা ও নির্মাণাধীন আরো ৫০টি সরস্বতী প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। 

সোমবার (২৪ জানুয়ারি) প্রতিমা শিল্পী রঞ্জন কুমার পালের কারখানায় রাতের কোনো এক সময়ে এ ভাঙচুরের ঘটনা ঘটে।

গ্রামের এক বাসিন্দা রঞ্জন কুমার পাল জানান, তিনি ৪২ বছর যাবত নিজের বাড়িতে প্রতিমা শিল্পীর কাজ করে আসছেন। সোমবার রাত ৯টার দিকে তিনি সরস্বতী প্রতিমা তৈরির কাজ করা শেষে বাড়িতে চলে যান। তার কারখানায় ৫০টি নির্মাণাধীন সরস্বতী প্রতিমা ও আজ (মঙ্গলবার) রাতে পুজার জন্য সম্পূর্ণ প্রস্তুতকৃত চারটি কালী প্রতিমা ছিল। আজ ভোরে সাড়ে ৫টার দিকে তিনি কারখানায় গিয়ে সব প্রতিমা ভাঙচুর করা অবস্থায় দেখতে পান।

একটি মৌলবাদি চক্র হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুভুতিতে আঘাত দিতে এ ধরনের কাজ করেছে বলে মনে করেন তিনি।

এ বিষয়ে সাতক্ষীরা জয় মহাপ্রভু সেবক সংঘের সভাপতি গোষ্ঠ বিহারী মুল বলেন, ‍“কয়েকদিন আগে চট্টগ্রামে একইভাবে কারখানায় নির্মাণাধীন শতাধিক প্রতিমা ভাঙচুর করা হয়েছে। যাতে এলাকায় পূজা বন্ধ হয়ে যায়। সেই জন্য একটি মৌলবাদি গোষ্ঠী চট্টগ্রাম ও সাতক্ষীরায় এ ভাঙচুর চালিয়েছে বলে তিনি আশঙ্কা করছেন।

জানতে চাইলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম কবীর জানান, এ ঘটনায় রঞ্জন কুমার পাল বাদি হয়ে আজ (মঙ্গলবার) দুপুরে থানায় একটি মামলা দায়ের করেছেন। এছাড়া তিনি ঘটনাস্থল ঘুরে এসেছেন। 

ঊর্ধ্বতনদের সঙ্গে পরামর্শ করেই রাতে মামলা রেকর্ড করা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!