রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতির হামলা


রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২১, ০৫:৩৯ পিএম
রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতির হামলা

রাজশাহীতে ভুয়া সাংবাদিকদের হামলায় রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলামসহ আহত হয়েছেন অন্তত চারজন সংবাদকর্মী।

রোববার (৩১ অক্টোবর) এ ঘটনায় প্রতিবাদে নগরীতে কর্মরত সংবাদকর্মীরা শহীদ এএইচএম কামারুজ্জামান চত্বরে সড়ক অবরোধ করেন।

সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও সংগঠনটির নেতারা জানান, বরেন্দ্র প্রেসক্লাব নামে একটি ভুঁইফোড় সংবাদ সংগঠনের কিছু ভুয়া সাংবাদিক সকালে রেলগেট এলাকায় শিক্ষা বোর্ড সচিবের অপসারণসহ ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করার দাবিতে মানববন্ধনে দাঁড়ায়।

এসময় রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম তাদের কাছে জানতে চান কোন সংগঠনের ব্যানারে তারা কি উদ্দেশ্যে এই মানববন্ধন করছেন।

এতে মানববন্ধনে অংশ নেওয়া ব্যক্তিরা বাকবিতণ্ডা শুরুর এক পর্যায়ে পুলিশের সামনেই সভাপতিকে কিল ঘুষি, লাথি মারতে থাকে। এসময় তাকে বাঁচাতে গিয়ে ইউনিয়নের আরও বেশ কয়েকজন সদস্য সংবাদকর্মী আহত হন। হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ করেন মূল ধারার সংবাদকর্মী ও সাংবাদিক ইউনিয়নের সদস্যরা।

এসময় তাদের সঙ্গে একাত্বতা ঘোষণা করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার। সাংবাদিক নেতারা দুপুর ২টা পর্যন্ত রাস্তা অবরোধ করে দাবি করেন দোষীদের গ্রেপ্তার ও বিচারের এবং সেই সঙ্গে নাম সর্বস্ব ভুঁইফোড় সংবাদকর্মী ও সংগঠন এবং বেনামী অনলাইন সংবাদপত্র বন্ধের দাবি জানান।

নগর পুলিশের কমিশনার আবু কালাম সিদ্দিক ঘটনাস্থলে না আসা পর্যন্ত এবং বিষয়টি সুরাহা না করা পর্যন্ত তারা রাস্তা ছাড়বেন না বলেও ঘোষণা দেন। পরে পুলিশের উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে ইউনিয়ন নেতাদের সঙ্গে বৈঠক করে বিচারের আশ্বাস দেন। এসময় রাজশাহীতে কর্মরত অন্তত ১০০ সংবাদকর্মী সড়কে অবস্থান করেন।
 

Link copied!