• ঢাকা
  • মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪, ৬ কার্তিক ১৪৩১, ১৮ রবিউস সানি ১৪৪৬

রাজবাড়ীতে পাটের গুদাম আগুন


রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ৩০, ২০২২, ০১:৩৭ পিএম
রাজবাড়ীতে পাটের গুদাম আগুন

রাজবাড়ীতে আগুনে পুড়ে গেছে চারটি পাটের গুদাম। এ আগুনের ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

বুধবার (৩০ মার্চ) সকাল সোয়া সাতটার দিকে জেলার সদর উপজেলার খানখানাপুর বাজারের পাট বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, খানখানাপুর বাজার ঐতিহ্যবাহী পাট কেনা-বেচার কেন্দ্র হিসেবে পরিচিত। বাজারে দুলাল কুণ্ডু, বাবু শেখ, সোহেল, সিদ্দিক, আশিষসহ অনেক ব্যবসায়ী পাট কিনে গুদামে মজুদ করেছিলেন। সকালে পাট গুদামের পেছন দিক থেকে আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

খানখানাপুর বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি মো. মামুনুর রহমান মামুন জানান, ভয়াবহ এ আগুনে চারটি গুদামে রাখা প্রায় সাড়ে চার হাজার মণ পাট পুড়ে গেছে। এতে ক্ষতির পরিমাণ আনুমানিক ৮ কোটি টাকা। 

রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন মাস্টার (ভারপ্রাপ্ত) মো. বিল্লাল হোসেন খলিফা জানান, সকাল ৮টা থেকে ফায়ার সার্ভিসের রাজবাড়ী, গোয়ালন্দ, কালুখালী ও ফরিদপুর দল প্রায় সোয়া এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনের সূত্রপাত কোথা থেকে হয়েছে এখন তা জানা সম্ভব হয়নি। তদন্ত চলছে, তদন্তের পর এ বিষয়ে পরে বলা যাবে।
 

Link copied!