• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যা


জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৩, ২০২১, ০১:৫৬ পিএম
যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যা

স্ত্রীর কাছে শ্বশুরবাড়ি থেকে যৌতুক এনে দেওয়ার দাবি জানিয়েছিলেন স্বামী। কিন্তু স্বামীর দাবি অনুযায়ী স্ত্রী যৌতুক এনে দিতে পারেননি। এতে ক্ষিপ্ত হয়ে স্বামী তাঁকে নির্যাতন করেন। ওই নির্যাতনে তিনি মারা গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই গৃহবধূর স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

জামালপুরের ইসলামপুর উপজেলার চিনাডুলী ইউনিয়নের পূর্ব বামনা গ্রামে এ ঘটনা ঘটেছে। মারা যাওয়া গৃহবধূ ওই গ্রামের আলাল মন্ডলের স্ত্রী মায়মনি বেগম (২৮)। এ ঘটনায় সোমবার রাতেই মায়মনি বেগম ভাই ইসলামপুর থানায় হত্যা মামলা করেছেন।

মামলার এজাহার, নিহত মায়মনি বেগমের স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় একযুগ আগে পার্শ্ববর্তী বেলগাছা ইউনিয়নের বাসিন্দা পারিবারিকভাবে মায়মনি বেগমকে বিয়ে করেন আলাল মন্ডল। আলাল এলাকায় মুদির দোকানের ব্যবসা করেন। ইতোমধ্যে তাদের ৮ বছরের ছেলে সন্তান রয়েছে। বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে স্বামী ও শাশুড়ি প্রায়ই মায়মনির ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন। নির্যাতন থেকে রক্ষা পেতে মায়মনি মাঝেমধ্যে বাবার বাড়ি থেকে টাকা এনে স্বামীকে দিতেন।
যৌতুকের দাবিতে আলাল মন্ডল  ঘটনার দিন মারধর করেন। এতে মায়মনি অসুস্থ হয়ে পড়েন শ্বশুরবাড়িতেই মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন ও লাশ উদ্ধার করেন।

এ ঘটনায় সোমবার রাত ১২টার দিকে নিহত মায়মনি বেগমের ভাই রুহুল আজিম বাদী হয়ে আলাল মন্ডল ও শাশুড়ি আমেনা বেগমকে আসামি করে মামলা করেন।

ইসলামপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. সুমন মিয়া জানান, এ ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে। স্বামী আলাল মন্ডলকে আটক করা হয়েছে। শাশুড়ি আমেনা বেগমকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। সকালে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় স্বামী আলাল মন্ডলকে জেলহাজতে পাঠানো হয়েছে।

Link copied!