• ঢাকা
  • মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪, ৬ কার্তিক ১৪৩১, ১৮ রবিউস সানি ১৪৪৬

মাদক ব্যবসায়ীর ১৩ বছর কারাদণ্ড


নাটোর প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২২, ০৩:১১ পিএম
মাদক ব্যবসায়ীর ১৩ বছর কারাদণ্ড

নাটোরে মাদক ব্যবসার দায়ে ওমর ফারুক নামের এক মাদক ব্যবসায়ীকে ১৩ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ১৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (১৩ এপ্রিল) দুপুরে নাটোরের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শরীফ উদ্দিন এই আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত ওমর ফারুক বড়াইগ্রাম উপজেলার চরগোবিন্দপুর এলাকার মৃত শহীদুল্লাহ ছেলে।

মামলা সূত্র জানায়, ২০১৮ সালের অক্টোবর মাসে বড়াইগ্রাম উপজেলার বাগডোব এলাকায় মাদকবিরোধী অভিযান চালায় পুলিশ। এ সময় মোটরসাইকেলসহ ওমর ফারুককে আটক করা হয়। তার দেহ তল্লাশি চালিয়ে ১০০ পিস ইয়াবা ও ১০ গ্রাম হেরোইন জব্দ করে পুলিশ।

পরে উপপরিদর্শক (এসআই) মামুন হোসেন বাদী হয়ে বড়াইগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। মামলার সাক্ষ্য প্রমাণ শেষে বিচারক আজ রায় দেন।

 

Link copied!