• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

মাটিরাঙ্গায় দুই গ্রুপের গোলাগুলি, নিহত ১


খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১৮, ২০২২, ১০:৫৫ এএম
মাটিরাঙ্গায় দুই গ্রুপের গোলাগুলি, নিহত ১

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় আঞ্চলিক সংগঠন পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনায় উত্তম ত্রিপুরা (২৫) নামের একজনের মরদেহ উদ্ধার করেছে বিজিবি।

সোমবার (১৮ জুলাই) মাটিরাঙ্গার তাইন্দংয়ের সুকুমার কার্বারীপাড়ায় ইউপিডিএফের প্রসীত গ্রুপ ও গণতান্ত্রিক গ্রুপের সদস্যদের মধ্যে এ গোলাগুলি হয়।

নিহত উত্তম কুমার ত্রিপুরা স্থানীয় হেডম্যান পাড়ার সুনীল ত্রিপুরার ছেলে। তিনি ইউপিডিএফ প্রসীত গ্রুপের কর্মী ছিলেন বলে জানিয়েছে বিজিবি।

ইউপিডিএফের জেলা সংগঠক অংগ্য মারমা ঘটনায় নিন্দা জানিয়ে বলেন, “সকালে মুখোশধারীরা অতর্কিতভাবে হামলা চালিয়ে স্থানীয় যুবক উত্তম কুমারকে হত্যা করে। এতে আমাদের সংগঠনের এক কর্মী আহত হয়।”

মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে রওনা হয়েছে। বিস্তারিত পরে জানা যাবে।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!