• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

মাঝনদীতে লঞ্চে সন্তান প্রসব, আজীবন ভাড়া ফ্রি


বরিশাল প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৯, ২০২২, ০১:৪৪ পিএম
মাঝনদীতে লঞ্চে সন্তান প্রসব, আজীবন ভাড়া ফ্রি

ঢাকা থেকে লঞ্চে বরিশালে যাওয়ার পথে মাঝনদীতে সন্তান প্রসব করেছেন ঝুমুর আক্তার (২৫) নামের এক নারী। এ ঘটনায় লঞ্চমালিকের পক্ষ থেকে নবজাতককে ১০ হাজার টাকা উপহার দেওয়া হয়। পাশাপাশি নবজাতক ও তার মা–বাবার এই লঞ্চে আজীবন বিনা ভাড়ায় যাতায়াতের সুবিধা দেওয়ার ঘোষণা দিয়েছে লঞ্চ কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) রাত ১২টার দিকে এমভি প্রিন্স আওলাদ-১০ নামে লঞ্চের ডেকে সন্তান প্রসব করেন ওই নারী।

জানা যায়, ঝুমুর আক্তার বরিশাল নগরীর গড়িয়ার পাড় এলাকার বাসিন্দা মো. হারিসের স্ত্রী। সদ্যজাত শিশুটির নাম রাখা হয়েছে ইব্রাহিম।

বৃহস্পতিবার রাত ৯টার দিকে ঢাকার সদরঘাট থেকে ছাড়ে এমভি প্রিন্স আওলাদ-১০ লঞ্চটি। লঞ্চের নিচতলার ডেকের যাত্রী ছিলেন অন্তঃসত্ত্বা ঝুমুর আক্তার। সঙ্গে ছিলেন তার মা ও পরিবারের অন্য সদস্যরা। রাত সাড়ে ৯টার দিকে ঝুমুর আক্তারের প্রসববেদনা শুরু হয়। এ সময় লঞ্চের যাত্রীদের মধ্যে রানী বেগম (৬০) নামের এক অভিজ্ঞ ধাত্রীকে পেয়ে যান তারা। তার সহায়তায় লঞ্চের ডেকে ছেলেসন্তান প্রসব করেন ঝুমুর।

লঞ্চের পরিদর্শক বিষয়টি নিশ্চিত করে জানান, ধাত্রী রানী বেগমকে পাওয়ায় উদ্বেগ অনেকটা লাঘব হয়। ডেকের সব পুরুষ যাত্রীকে সরিয়ে দেওয়ার পর ধাত্রীর সহায়তায় সন্তান প্রসব করেন প্রসূতি ঝুমুর আক্তার।

 

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!