• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

মাগুরায় ভোট ছাড়াই চেয়ারম্যান হচ্ছেন ৩ প্রার্থী


মাগুরা প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২১, ০৯:৫৪ পিএম
মাগুরায় ভোট ছাড়াই চেয়ারম্যান হচ্ছেন ৩ প্রার্থী

মাগুরা সদর উপজেলার ১৩ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে তিন প্রর্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত  হওয়ার পথে রয়েছেন।

মঙ্গলবার (২৬ অক্টোবর) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে প্রতিদ্বন্দ্বী কোনো প্রার্থী না থাকায়  বিজয়ের দ্বারপ্রান্তে রয়েছেন এসব প্রার্থীরা।

আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকের এ তিন চেয়ারম্যান হলেন হাজরাপুর ইউনিয়নে কবির হোসেন, বগিয়া ইউনিয়নে মীর রওনক হোসেন ও হাজীপুর ইউনিয়নে মাঝহারুল ইসলাম আখরোট।

জেলা নির্বাচন কর্মকর্তা অলিউল ইসলাম জানান, (২৬ অক্টোবর) বিকাল ৫টা পর্যন্ত প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় ছিল। এ সময়ের মধ্যে সদরের ১৩ ইউনিয়নে চেয়ারম্যান পদে ১২ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ২ জন ও সাধারণ সদস্য পদে ৩৯ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন।”

অলিউল ইসলাম আরো জানান, জেলা সদরের ১৩টি ইউনিয়নের মধ্যে হাজরাপুর, হাজীপুর ও বগিয়া ইউপিতে আওয়ামী লীগ প্রার্থী বাদে অন্যান্য প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। যে কারণে এই ৩ ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এদিকে আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া ১৩ ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান পদে ৪৬ জন, সংরক্ষিত সদস্য পদে ১২৭ জন ও সাধারণ সদস্য ৪১৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

এদিন অনুষ্ঠিত সদর উপজেলার ১৩টি ইউনিয়নে মোট ২ লাখ ২০ হাজার ৬১৩ জন ভোটার ১৪১টি কক্ষে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!