• ঢাকা
  • রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২, ২১ শাওয়াল ১৪৪৬

মা-মেয়েসহ তিনজনকে কুপিয়ে হত্যা


শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: জুন ২৪, ২০২২, ০৮:২৭ এএম
মা-মেয়েসহ তিনজনকে কুপিয়ে হত্যা

শেরপুরে বাড়িতে ঢুকে মা-মেয়েসহ তিনজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

বৃহস্পতিবার (২৩ জুন) রাত ৮টার দিকে শেরপুরের শ্রীবরদী উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের খোশালপুর পুটল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন শেফালী বেগম, তার মেয়ে মনিরা বেগম ও মাহমুদ গাজী।

আহতরা হলেন শেফালীর স্বামী মনু মিয়া, ছেলে শাহাদাৎ হোসেন ও বাচ্চুনী বেগম নামে আরেক নারী।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে বোরকা পরা এক ব্যক্তি মনু মিয়ার বাড়িতে ঢুকে সবাইকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। তাদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে গেলে হামলাকারী পালিয়ে যান।

শেরপুরের পুলিশ সুপার (এসপি) হাসান নাহিদ চৌধুরী জানান, ঘটনাস্থলেই মনিরা বেগমের মৃত্যু হয়। জামালপুর জেলার বকশীগঞ্জ হাসপাতালে নিলে মারা যান মনিরার মা শেফালী ও মাহমুদ। হামলার কারণ ও হামলাকারীকে শনাক্তে পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা কাজ করছে।

Link copied!