• ঢাকা
  • মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ১ আশ্বিন ১৪৩১, ১৩ রবিউল আউয়াল ১৪৪৬

মমেক হাসপাতালে করোনার উপসর্গে ৩ জনের মৃত্যু


ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২১, ১১:১৫ এএম
মমেক হাসপাতালে করোনার উপসর্গে ৩ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে। প্রত্যেকেই করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন।

বুধবার (৮ সেপ্টেম্বর) সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।

উপসর্গ নিয়ে মৃতরা হলেন ময়মনসিংহ সদরের রুমা বেগম (৩৭), গৌরীপুরের মনি আক্তার (৩৫) ও ঈশ্বরগঞ্জের শফিকুল ইসলাম (৪২)।

ডা. মহিউদ্দিন খান মুন জানান, আইসিইউতে ৭ জন চিকিৎসাধীনসহ হাসপাতালের করোনা ইউনিটে ১২৮ জন রোগী ভর্তি আছেন। নতুন ভর্তি ১৫ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩২ জন।

এদিকে জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম বলেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে ৩৪৪ জনের নমুনা পরীক্ষা করে ২৭ জন করোনা শনাক্ত হয়েছে।

Link copied!