• ঢাকা
  • সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২, ২৩ জমাদিউস সানি ১৪৪৭

মঙ্গলবার খুলছে ‘সাজেক ভ্যালি’


রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২২, ০৯:৫৭ পিএম
মঙ্গলবার খুলছে ‘সাজেক ভ্যালি’

সপ্তম ধাপে দেশে ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনের জন্য রোববার (৬ ফেব্রুয়ারি) এবং সোমবার (৭ ফেব্রুয়ারি) বন্ধ থাকার পর আগামীকাল মঙ্গলবার থেকে পর্যটন কেন্দ্র সাজেক ভ্যালি খুলে দেয়া হচ্ছে।

সোমবার (৭ ফেব্রুয়ারি) সাজেক খুলে দেয়ার এ তথ্য জানা যায়।

এ বিষয়ে সাজেকের খাসরাং হিল রিসোর্টের ম্যানেজার সুব্রত চাকমা বলেন, “ ইউপি নির্বাচনের জন্য সাজেক পর্যটন স্পট বন্ধ থাকার পর আগামীকাল মঙ্গলবার থেকে খুলে দেয়া হচ্ছে।”

এদিকে আগামীকাল থেকেই তাদের রিসোর্টে বুকিং রয়েছে বলেও জানান তিনি। 

রাঙামাটি জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) বোরহান উদ্দিন মিঠু বলেন, “আগামীকাল মঙ্গলবার থেকে সাজেক আবারও পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে।”

এর আগে সোমবার (৭ ফেব্রুয়ারি) ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে বাঘাইছড়ি উপজেলা এবং সাজেকে পর্যটকবাহী সব ধরনের যানবাহন চলাচল এবং পর্যটন স্পট বন্ধ ঘোষণা করা হয়।

Link copied!