• ঢাকা
  • রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২, ২১ শাওয়াল ১৪৪৬

ভারতে প্রবেশের সময় ৩৪ জন আটক


ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: জুন ৭, ২০২২, ০৭:২৪ পিএম
ভারতে প্রবেশের সময় ৩৪ জন আটক

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারতে প্রবেশের সময় ৩৪ জনকে আটক করেছে বিজিবি। এদের মধ্যে ১৪ জন পুরুষ, ১১ শিশু ও ৯ জন নারী।

মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, সোমবার রাতে মহেশপুরের যাদবপুর বিওপির টহল দল মাটিলা গ্রামের একটি ইটভাটার কাছ থেকে তাদের আটক করে। আটককৃতরা হলেন : আতিক খান, হাসনা বিবি, আনিছা খাতুন, চাঁদনি, আজমত, মো. সজিব ফকির, লামিয়া বেগম, রাব্বি শেখ, শাহিদা ইসলাম পাখি, পংকজ রায়, প্রীতি রায়, মো. লোকমান শাহ, মারুফা বেগম, সায়মা আক্তার, রমজান খান, মজান, রাকিব, মো. আব্দুর জব্বার জোমাদ্দার, ছেলে মো. নাজমুল, লাবলু হাওলাদার, মো. তানভির হোসেন, মো. রিফাত, শুভ মন্ডল, বিশ্বজিৎ বিশ্বাস, মো. মিলন শেখ, মো. আল-আমিন, জ্যোতি খাতুন, ফজিলা বেগম, রোকসোনা বেগম, তায়েবা, হুসনে আরা বেগম, রুমা আক্তার, জুনায়েদ ও রবিউল ইসলাম।

আটককৃত বিরুদ্ধে মহেশপুর থানায় মামলা করা হয়েছে জানান বিজিবির এই কর্মকর্তা।

Link copied!