• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ব্রহ্মপুত্র থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে মানববন্ধন


জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: জুন ১২, ২০২২, ০৭:১৯ পিএম
ব্রহ্মপুত্র থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে মানববন্ধন

জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের পাশে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধ বালু উত্তোলনের বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা।

রোববার (১২ জুন) দুপুরে সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের বানার নয়া বাজার এলাকায় স্থানীয় এলাকাবাসী ঘণ্টাব্যাপী ওই মানববন্ধনের আয়োজন করেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন থেকে একটি প্রভাবশালী মহল জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের পাশে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধ বালু উত্তোলন করে আসায় মহাসড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়াও বিভিন্ন স্থাপনা হুমকীর মুখে পড়েছে। এ ঘটনায় স্থানীয়রা প্রতিবাদ করলেও বন্ধ হয়নি বালু উত্তোলন। উল্টো প্রভাবশালীদের হুমকীর মুখে পড়তে হয় তাদের। এ সময় বক্তারা অবিলম্বে অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

মানববন্ধনে ইউপি সদস্য উকিল উদ্দিন, আয়েশা বেগম, রুজিনা আক্তার, শাহজান আলী, মুরাদ উদ্দিনসহ স্থানীয়রা বক্তব্য রাখেন।

 

Link copied!