• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু


নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: জুন ৯, ২০২২, ০১:২২ পিএম
বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

নোয়াখালীর কবিরহাট উপজেলায় পল্লীবিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে মো. তৌহিদুল ইসলাম (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।  এ ঘটনায় ওই শিশুর বড় ভাই রবিউল ইসলাম রবি (৯) গুরুতর আহত হয়েছে। তৌহিদুল উপজেলার কবিরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ফতেজঙ্গপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে।  

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নিজ বাড়ির ঘরের টিনের চালের ওপর দুষ্টুমির ছলে উঠে পড়ে তৌহিদুল। এ সময় ঘরের টিনের চালের ওপর পল্লীবিদ্যুতের খোলা তারের সঙ্গে স্পৃষ্ট হয়ে সে মারা যায়। এ ঘটনায় বড় ভাই রবিউলও গুরুতর আহত হয়। পরে পরিবারের সদস্যরা রবিউলকে ২৫০ শয্যার নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে জানা যায়, বিদ্যুৎস্পৃষ্টে এক শিশু মারা গেছে। এ ঘটনায় তার বড় ভাইও গুরুতর আহত হয়েছে।”

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!