• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিদ্যুৎস্পৃষ্টে নিহত ৩ জনই প্রত্যেকে মা-বাবার একমাত্র ছেলে


বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২২, ০৫:৪০ পিএম
বিদ্যুৎস্পৃষ্টে নিহত ৩ জনই প্রত্যেকে মা-বাবার একমাত্র ছেলে

বরগুনায় বিদ্যুৎস্পৃষ্টে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার কদমতলা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ওই এলাকার হেলাল (২৪) আট বছর পর বিদেশ থেকে দেশে আসেন। নতুন বাড়ি নির্মাণের জন্য তিনি পুরাতন ঘর ভাঙার কাজ শুরু করেন। এ জন্য বেলা ১টার দিকে ঘরের বিদ্যুতের তার বিচ্ছিন্ন করতে যান। হেলালকে সহযোগিতা করছিলেন তার মামাতো ভাই বেলায়েত (২৭), প্রতিবেশী অষ্টম শ্রেণি পড়ুয়া রবিউল (১৫) ও আরিফ (১৮)। তারা সবাই এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হন।

এলাকাবাসী তাদের উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসকরা তিনজনকে মৃত ঘোষণা করেন। আরিফকে আশঙ্কাজনক অবস্থায় ওই হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতরা সবাই প্রত্যেকে বাবার একমাত্র ছেলে। স্থানীয় জনপ্রতিনিধি ও স্বজনদের দাবি, এটি একটি দুর্ঘটনা। তাই যেন মরদেহের ময়নাতদন্ত করা না হয়।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!