• ঢাকা
  • মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪, ৬ কার্তিক ১৪৩১, ১৮ রবিউস সানি ১৪৪৬

বিজ্ঞান শিক্ষক হৃদয়ের নিঃশর্ত মুক্তি দাবি


সিলেট প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ৭, ২০২২, ০৮:৩১ পিএম
বিজ্ঞান শিক্ষক হৃদয়ের নিঃশর্ত মুক্তি দাবি

বিজ্ঞান শিক্ষক হৃদয় চন্দ্র মণ্ডলের অবিলম্বে নিঃশর্ত মুক্তি এবং তার বিরুদ্ধে ষড়যন্ত্রের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে সিলেটে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) বেলা ৩টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে প্রগতিশীল সংগঠনসমূহের উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

উদীচী সিলেট জেলার সভাপতি এনায়েত হাসান মানিকের সভাপতিত্বে এবং বিজ্ঞান আন্দোলন মঞ্চের সমন্বয়কারী প্রণব জ্যোতি পালের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. হিমাদ্রি শেখর রায়, সিপিবি সিলেট জেলার সভাপতি সৈয়দ ফরহাদ হোসেন, বাসদ সিলেট জেলার সমন্বয়ক আবু জাফর, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেট জেলার সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম, বাসদ (মার্কসবাদী) সিলেট জেলার সদস্য রেজাউর রহমান রানা, নারী মুক্তি কেন্দ্র সিলেট জেলার সংগঠক লক্ষ্মীপাল, উষার পরিচালক তমিস্রা তিথি, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের মহানগর সভাপতি সঞ্জয় কান্তি দাস, ছাত্র ইউনিয়নের জেলা আহ্বায়ক মণিষা ওয়াদুদ, ছাত্র কাউন্সিল নগর সভাপতি বিশ্বজিত শীল ও ছাত্র ইউনিয়নের জেলা কোষাধ্যক্ষ সন্দীপ দাস প্রমুখ।

সমাবেশে সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন বাম গণতান্ত্রিক জোটের সিলেট জেলার সমন্বয়ক খায়রুল হাছান, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের অধ্যাপক প্রণব কান্তি দেব, মঈনউদ্দীন আদর্শ মহিলা কলেজর প্রভাষক মো. মাহবুবুর রউফ, ছাতক সরকারি কলেজের প্রভাষক বি এইচ আবীর, সাম্যবাদী আন্দোলনের জেলা সদস্য মহিতোষ দেব মলয়, মহিলা ফোরামের জেলা সভাপতি মাসুমা খানম, উদীচীর জেলা সাধারণ সম্পাদক দেবব্রত পাল মিন্টু, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের জেলা সংগঠক নাজিকুল ইসলাম রানা, যুব ইউনিয়নের জেলা সহ-সম্পাদক কে এ শাকিল, গণজাগরণ মঞ্চ সিলেটের মুখপাত্র দেবাশীষ দেবু, মহিলা ফোরামের জেলা সাধারণ সম্পাদক কবিতা চন্দ্র,  প্রগতিশীল রাজনৈতিক কর্মী নিরঞ্জন সরকার অপু, গণজাগরণ মঞ্চ সিলেটের সংগঠক রাজীব রাসেল, যুব ইউনিয়ন নেতা নাবিল এইচ, ছাত্র ফ্রন্টের মহানগর সাধারণ সম্পাদক সাদিয়া নোশিন তাসনিম, শ্রমিক ফ্রন্টের সংগঠক মঞ্জুর আহমেদ প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, অসাম্প্রদায়িক চেতনার মুক্তিযুদ্ধের বাংলাদেশে আজ ৫১ বছর পর একজন বিজ্ঞান শিক্ষক বিজ্ঞান বিষয়ে আলোচনার অপরাধে কারাগারে পাঠানো লজ্জাজনক এবং মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী।

বক্তারা অবিলম্বে বিজ্ঞান শিক্ষক হৃদয় চন্দ্র মন্ডলের নিঃশর্ত মুক্তি দাবি করেন এবং এই ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসার দাবি জানান।
 

Link copied!