তেল-গ্যাসসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারা দেশের মতো বাগেরহাটের মোংলায়ও বিক্ষোভ মিছিল হওয়ার কথা থাকলেও পুলিশের বাধায় তা অনুষ্ঠিত হতে পারেনি।
সোমবার (২৯ আগস্ট) সকাল থেকেই মোংলা পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মো. জুলফিকর আলীর বাসার প্রধান ফটক পুলিশ ঘিরে রাখে।
এ বিষয়ে জানতে চাইলে পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. জুলফিকর আলী বলেন, “পুলিশ সকাল থেকে আমার বাসার প্রধান ফটক ঘিরে রেখেছে। আমি বাসা থেকে বের হলে তারা আমাকে বাধা দেয়।”
জুলফিকর আলী জানান, সারা দেশে নীরব দুর্ভিক্ষ চলছে। ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের সীমাহীন দুর্নীতির কারণে নিত্যপণ্যের দাম লাগামছাড়া। কিন্তু নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সরকারের কোনো পদক্ষেপ নেই। মানুষের কথা বলতে রাস্তায় নামলে পুলিশ বাধা দিচ্ছে। মানুষের ভাত ও কাপড় নিশ্চিত করতে হলে এই সরকারকে হটাতে হবে।
অবশ্য বিএনপির অভিযোগ অস্বীকার করে মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, “বিএনপির মিছিলে কোনো বাধা দেওয়া হয়নি।”