• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিআরটিসি বাসের ধাক্কায় অটোচালক নিহত


সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২২, ০৬:২৯ পিএম
বিআরটিসি বাসের ধাক্কায় অটোচালক নিহত
ছবি: সংবাদ প্রকাশ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার টিপরদী এলাকায় চট্টগ্রামমুখী বিআরটিসি বাসের ধাক্কায় সুভাশ চন্দ্র দাস (৩৯) নামের এক অটোচালক নিহত হয়েছেন।
 
সোমবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ২টায় উপজেলার টিপরদীতে মেঘনা ইকোনোমিক জোনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার পথে বিআরটিসি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই অটোচালক সুভাশ চন্দ্র দাস মারা যান। নিহত সুভাশ টিপরদী এলাকার ভাড়াটিয়া। 

তিনি কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার দক্ষিণ রামখানা গ্রামের মৃত অগন্তী চন্দ্র দাস ছেলে।
 
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ জানান, “ঘটনাস্থল থেকে সড়ক দুর্ঘটনায় নিহত সুভাশ চন্দ্র দাসের লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এছাড়া পরিত্যক্ত অবস্থায় বিআরটিসি বাসটিকে (ঢাকা মেট্রো-ব-১৫-৫৮৮৫) আটক করেছে পুলিশ।
 

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!