চুয়াডাঙ্গায় বাড়ির সামনে আবর্জনা ফেলাকে কেন্দ্র করে প্রতিবেশীর অস্ত্রের আঘাতে আপন (১৮) নামে এক তরুণ নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন নিহত আপনের বাবা মোতালেব।
রোববার (১৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার ফুলবাড়ি গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনার পরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত কালামকে অস্ত্রসহ আটক করে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মাহবুবুর রহমান জানান, গুরুতর আহত অবস্থায় দুজনকে সদর হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। অতিরিক্ত রক্ত ক্ষরণের কারণে আপন মারা যায়। মোতালেবের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে রের্ফাড করা হয়।
চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ খান জানান, বাড়ির সামনে আবর্জনা ফেলায় প্রতিবেশী কালাম ধারালো অস্ত্র দিয়ে আপন ও মোতালেবকে আঘাত করে। এতেই আপন নিহত হয় ও মোতালেব গুরুতর আহত হন। ঘটনার পর পরই পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত কালামকে অস্ত্রসহ আটক করে।