• ঢাকা
  • শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২, ২০ শাওয়াল ১৪৪৬

বাড়ির পাশের গাছে ফাঁস দিয়ে বৃদ্ধের আত্মহত্যা


নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: জুন ৯, ২০২২, ১২:৫৪ পিএম
বাড়ির পাশের গাছে ফাঁস দিয়ে বৃদ্ধের আত্মহত্যা

নোয়াখালীর সুবর্ণচরে গলায় ফাঁস দিয়ে আবদুর রব (৬৫) নামের এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন। তবে পুলিশ ও মৃতের পরিবার তাৎক্ষণিক আত্মহত্যার কারণ জানাতে পারেনি। আবদুর রব উপজেলার চরজব্বর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পরিষ্কার বাজার এলাকার বাসিন্দা।

বৃহস্পতিবার (৯ জুন) দুপুরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। 

এর আগে বুধবার রাত আনুমানিক ২টার দিকে বসতঘরের পাশের একটি গাছের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন আবদুর রব। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।”

Link copied!