সিরাজগঞ্জের শাহজাদপুরে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার (২৭ আগস্ট) সকাল ১০টার দিকে নগরবাড়ী-বগুড়া মহাসড়কের বাঘাবাড়ী বিন্নাদারি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন পার্শ্ববর্তী পাবনার বেড়া উপজেলার চর নাকালিয়া গ্রামের আবু সোমা প্রমানিকের ছেলে আলামিন হোসেন (৪২) এবং নাকালিয়া গ্রামের রফিক প্রমানিকের ছেলে মোস্তফা (৪৫)।
ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মঞ্জুরুল হক ও শাহজাদপুর থানার এসআই রঞ্জু জানান, নগরবাড়ী-বগুড়া মহাসড়কের বাঘাবাড়ী বিন্নাদারি নামক স্থানে শাহজাদপুর থেকে বেড়াগামী একটি মোটরসাইকেলকে একটি বাস পেছন থেকে ধাক্কা দিয়ে চলে যায়।
এসময় মোটরসাইকেল আরোহী আলামিন হোসেনের ঘটনাস্থলে মৃত্যু হয়। মোটরসাইকেলের আরেক আরোহী মোস্তফাকে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পরে মৃত্যু হয়। এ ঘটনায় ঘাতক বাসটিকে আটক করা সম্ভব হয়নি।
মৃতদেহ দুইটি পাবনা মাধবপুর হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।