• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

বাসের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রীর মৃত্যু


হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১৬, ২০২২, ০৮:৫৮ পিএম
বাসের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রীর মৃত্যু

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার ৩ যাত্রীর মৃত্যু হয়েছে।

শনিবার (১৬ জুলাই) বিকালে এ দুর্ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন- নবীগঞ্জ উপজেলার বেতাপুর গ্রামের মৃত আবুল মিয়ার স্ত্রী বকুল বেগম (৫০), আবুল মিয়ার ভাতিজা জাবেদুর রহমান (৩৮) ও একই উপজেলার দৌলতপুর গ্রামের কাচা মিয়ার ছেলে রব্বান মিয়া (৪৮)।

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দেব জানান, বিকাল সাড়ে ৪টার দিকে ঢাকা থেকে সিলেটগামী মিতালী পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে অটোরিকশার যাত্রী বকুল বেগম ঘটনাস্থলেই মারা যান। নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অটোরিকশার চালক রব্বান মিয়াকে মৃত ঘোষণা করেন দায়িত্বরত চিকিৎসক। এছাড়া আহত যাত্রী বেতাপুর গ্রামের জাবেদুর রহমানকে গুরুতর অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ওসি আরও জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। হাইওয়ে পুলিশ দুর্ঘটনাকবলিত গাড়িগুলো জব্দ করেছে।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!