চট্টগ্রামের বাঁশখালীর দুর্গম পাহাড়ি এলাকায় আগ্নেয়াস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে র্যাব। কারখানাটিতে অভিযান চালিয়ে ১০টি অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম জব্দ করা হয়েছে। এ সময় জাকির হোসেন নামের একজনকে আটক করা হয়েছে।
বুধবার (৩১ আগস্ট) র্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বিষয়টি নিশ্চিত করেছেন।
নুরুল আবছার জানান, বাঁশখালীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জামাদি ও ১০টি অস্ত্রসহ জাকির হোসেন নামের একজনকে আটক করা হয়েছে।
দুপুর ১২টার দিকে র্যাব চান্দগাঁও ক্যাম্পে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।