• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

বরিশালে আজ জয় বাংলা কনসার্ট


বরিশাল প্রতিনিধি
প্রকাশিত: জুন ১৬, ২০২২, ১০:৩০ এএম
বরিশালে আজ জয় বাংলা কনসার্ট

বৃহস্পতিবার (১৬ জুন) বরিশাল নগরীতে  অনুষ্ঠিত হবে জয় বাংলা কনসার্ট। বিকেল ৫টায় বঙ্গবন্ধু উদ্যানে এ কনসার্ট অনুষ্ঠিত হবে।

বরিশাল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের আয়োজনে এবং বরিশাল সিটি করপোরেশনের সহযোগিতায় এ কনসার্টে অংশ নেবেন দেশবরেণ্য ৪৫ জন শিল্পী।

বরিশালবাসীকে আনন্দ দেবে তাপস এন্ড ফ্রেন্ডসের টিম। এ লক্ষ্যে বুধবার দুপুরেই বরিশাল পৌঁছেছেন তারা। বৃহস্পতিবার সন্ধ্যায় গানে নাচে আর অভিনয়ে মঞ্চ মাতাবেন মমতাজ, ফেরদৌস, পূর্ণিমা, নীরব ,মীম লুইপা, বালাম, প্রতীক হাসান, ঐশী, তমা মির্জারা। অনুষ্ঠানটি গান বাংলা (জিবি) টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে। আয়োজক কমিটির প্রত্যাশা আবহাওয়া অনুকূলে থাকলে কনসার্টে ২০ সহস্রাধিক মানুষের সমাগম ঘটবে।

বরিশাল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি সাইদুর রহমান রিন্টু বলেন, “কনসার্ট আয়োজনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসাবে স্বীকৃতি দেওয়ার বিষয়টিকে আনন্দ-উল্লাসে বরণ করতেই আমাদের এই আয়োজন। আশা করছি বরিশালের মানুষ কনসার্টটি খুব উপভোগ করবেন।”

রিন্টু আরও বলেন, “এই কনসার্টটি আয়োজনের প্রচেষ্টা আমাদের দীর্ঘদিনের। কিন্তু ঘূর্ণিঝড় অশনির কারণে প্রথম যে ডেট (তারিখ) দিয়েছিলাম, তা স্থগিত করতে হয়। এরপর সব কিছু বিবেচনা করে পুনরায় ১৬ জুন নির্ধারণ করি। আশা করছি আবহাওয়া আমাদের অনুকূলে থাকবে।”

এদিকে বুধবার (১৫ জুন) বেলা ১১টার দিকে ঢাকা বিমান বন্দরে অবস্থান কালে লাইভে আসেন তাপস। তিনি জানান, বরিশালের উদ্দেশ্যে বিমান বন্দরে রয়েছেন তারা। বরিশালবাসীকে কনসার্টে আসার আমন্ত্রণ জানিয়ে তিনি তার সঙ্গে থাকা সকল শিল্পীদের পরিচয় করিয়ে দেন।

স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের মূল উদ্দীপক স্লোগান ‘জয় বাংলা’ এখন জাতীয় স্লোগান। বর্ণিল এ অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। 

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!