• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

বন্যার পরও সিলেটবাসী ভালো আছে : পররাষ্ট্রমন্ত্রী


সিলেট প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১০, ২০২২, ০৮:১২ পিএম
বন্যার পরও সিলেটবাসী ভালো আছে : পররাষ্ট্রমন্ত্রী

স্মরণকালের ভয়াবহ বন্যার পরও সিলেটবাসী ভালো আছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, “বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের আমরা মোটামুটি ত্রাণসামগ্রী পৌঁছে দিয়েছি। সরকার ছাড়াও বহু ব্যক্তি ও প্রতিষ্ঠান বন্যার্তদের আন্তরিকতার সঙ্গে সহযোগিতা করেছেন।”

সিলেট শাহী ঈদগাহ ময়দানে রোববার সকাল ৮টার দিকে ঈদুল আজহার জামাত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, “আমি সিলেটের ছেলে। সবসময় বন্যা আসত। সকালে বন্যা এলে বিকেলে কিংবা পরদিন চলে যেত। কিন্তু এবার দীর্ঘস্থায়ী হয়েছে। কারণ এখন নদী-নালা ভরাট হয়ে গেছে। এগুলো সংস্কার করতে হবে। আগে পানি নামতে পারত। কিন্তু খাল-বিলের ভরাটের কারণে বন্যায় বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। এ বিষয়ে আমাদের ভাবতে হবে। যারা নগর পরিকল্পনাবিদ আছেন, তাদের কীভাবে এসব মোকাবিলা করা যায় সেটা ভাবতে হবে।’

শাহী ঈদগাহ ময়দানেই সিলেটের প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয়। এতে পররাষ্ট্রমন্ত্রী, সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরীসহ লাখো মুসল্লি অংশ নেন।

সিলেট বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবু হোরায়রা নামাজের আগে বয়ান পেশ করেন। পরে তিনি নামাজের ইমামতি করেন।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!