• ঢাকা
  • বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ১ মাঘ ১৪৩০, ১৬ রজব ১৪৪৬

বন্য হাতির আক্রমণে বৌদ্ধ ভিক্ষুর মৃত্যু


রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১৯, ২০২১, ০৪:০৫ পিএম
বন্য হাতির আক্রমণে বৌদ্ধ ভিক্ষুর মৃত্যু

রাঙ্গামাটির কাপ্তাইয়ে বন্য হাতির আক্রমণে ভদন্ত আজ্ঞাধাম্মাথের (৫৮) নামের এক বৌদ্ধ ভিক্ষুর মৃত্যু হয়েছে।

সোমবার (১৯ জুলাই) ভোরে রাইখালী ইউনিয়নের তম্বঘোনা সড়কে এ ঘটনা ঘটে।

নিহত ভদন্ত আজ্ঞাধাম্মাথের ওই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড কারিগর পাড়ার তম্বঘোনা বৌদ্ধ বিহারের অধ্যক্ষ।

কারিগর পাড়ার কারবারি উথোয়াইপ্রু মারমা জানান, নিহত বৌদ্ধ ভিক্ষু পূজা শেষ করে বিহার থেকে বের হলে বন্য হাতি তাকে আক্রমণ করে এবং তিনি ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন।

রাইখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সায়ামং মারমা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাইখালী ইউনিয়নের কারিগর পাড়া এলাকার তম্বঘোনা বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ঘটনাস্থলেই মারা যান।

চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে  চন্দ্রঘোনা থানা পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে স্থানীয়দের অনুরোধে এবং আইনগত প্রক্রিয়া শেষে লাশ বিহার কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়। 

Link copied!