মানিকগঞ্জের সিংগাইরে বজ্রপাতে রুবেল হোসেন (৩০) ও শাহীন মিয়া (২৮) নামে ২ ভাইয়ের মৃত্যু হয়েছে।
শনিবার (৪ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে উপজেলার সায়েস্তা ইউনিয়নের শিবপুর গ্রামে এ ঘটনা ঘটে।
রুবেল ওই গ্রামের আরজু মিয়ার ছেলে ও শাহীন একই গ্রামের সাবের আলীর ছেলে। তারা সর্ম্পকে মামাতো ফুপাতো ভাই।
সায়েস্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসলেম উদ্দিন জানান, দুপুরে ওই দুই যুবক বাড়ির দক্ষিণ পাশের মাটিকাটা চকে ঘাস কাটছিল। এসময় বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে তারা ঘাসের বোঝা নিয়ে বাড়ি ফিরছিল। এসময় তাদের ওপর বজ্রপাত হলে গুরুতর আহত হয়। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।