• ঢাকা
  • শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২, ২০ শাওয়াল ১৪৪৬

বজ্রপাতে দুইজনের মৃত্যু


সিলেট প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২৮, ২০২২, ০৬:১২ পিএম
বজ্রপাতে দুইজনের মৃত্যু

বজ্রপাতে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার হাওরে মাছ ধরতে গিয়ে তেরাই মিয়া (৩৫) নামের এক জেলের ও ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নে জইন উদ্দিন (৩৮) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৮ জুলাই) সকালে শান্তিগঞ্জ উপজেলার খাউয়াজুড়ি হাওরে জেলের এবং ছাতকের বোবরাপুর গ্রামে নিজ বাড়ির পাশে কৃষকের মৃত্যুর ঘটনা ঘটে।  

নিহত জেলে তেরাই মিয়া শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের ঠাকুরভোগ গ্রামের আলী আকবরের ছেলে।

জানা যায়, তেরাই মিয়া সকালে মাছ ধরতে হাওরে যান। আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেলে বাড়ি ফিরতে শুরু করেন তিনি। বাড়ি ফেরার পথে হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

অন্যদিকে সকালে টানা বৃষ্টির সময় কৃষক জইন উদ্দিন বাড়ির পাশের জমিতে হালচাষ করছিলেন। এসময় হঠাৎ বজ্রপাত হলে তার শরীরের কিছু অংশ পুড়ে যায় এবং ঘটনাস্থলেই মৃত্যু হয়।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Link copied!