• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

বঙ্গোপসাগরে নিখোঁজের ৮ দিন পর ১৪ জেলের সন্ধান


ভোলা প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২৫, ২০২২, ১২:৫০ পিএম
বঙ্গোপসাগরে নিখোঁজের ৮ দিন পর ১৪ জেলের সন্ধান

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজের ৮ দিন পর ১৪ জেলের সন্ধান মিলেছে। তাদের সবার বাড়ি ভোলার চরফ্যাশন উপজেলায়।

বুধবার (২৪ আগস্ট) বিকেলে ওই ফিশিং বোটের মাঝি মোবাইল ফোনে জেলেদের স্বজনদের সঙ্গে যোগাযোগ করেন।

বোটের মাঝি আবদুল বারেক জানিয়েছেন, তারা ঝড়ের কবলে পড়ে বাগেরহাটের মোংলা উপজেলার চালনা এলাকার দক্ষিণের এক চরে আটকে গিয়েছিলেন। সেখানে কোনো নেটওয়ার্ক ছিল না। তাই পরিবারের সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি। তবে তারা সবাই নিরাপদে আছেন।

চরফ্যাশন উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, চরফ্যাশন উপজেলার ছয়টি ফিশিং বোট নিখোঁজ হয়েছিল। এর মধ্যে ৫টি ফিশিং বোটসহ ৮০ জন জেলে ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। এর মধ্যে ৭৮ জেলে সাঁতরে, অন্য জেলে ও ট্রলারের সাহায্যে উদ্ধার হয়। কিন্তু ট্রলারগুলো উদ্ধার করা সম্ভব হয়নি। ওই দুই জেলে এখনো নিখোঁজ।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!