• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

বগুড়ায় তিন আবাসিক হোটেল সিলগালা


বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২২, ০৯:৩২ এএম
বগুড়ায় তিন আবাসিক হোটেল সিলগালা

বগুড়ায় অসামাজিক কার্যকলাপের অভিযোগে তিনটি আবাসিক হোটেল সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।  

সোমবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৫টা থেকে রাত সোয়া ১০টা পর্যন্ত চলা অভিযানে এসব আবাসিক হোটেল সিলগালা করা হয়।

সিলগালা করা আবাসিক হোটেলগুলো হচ্ছে শহরের গালাপট্টি এলাকার আমির গেস্ট হাউজ, টুইন ব্রাদার্স এবং তিনমাথা এলাকার হোটেল অবকাশ।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহ. শাহনুর জামান। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহ. শাহনুর জামান বলেন, “আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, শহরের বিভিন্ন আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ চলছে। প্রথমে তিনমাথার হোটেল অবকাশ এবং পরে আমির গেস্ট হাউজ ও টুইন ব্রাদার্সে অভিযান পরিচালনা করা হয়। অসামাজিক কার্যকলাপ পরিলক্ষিত হওয়ায় এই তিন আবাসিক হোটেল সিলগালা করে দেয়া হয়।”

মুহ. শাহনুর জামান আরও জানান, আমির গেস্ট হাউজে অসামাজিক কাজে লিপ্ত হওয়ার অভিযোগে তিন মেয়ে এবং দুই ছেলেকে জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!