দীর্ঘ প্রতীক্ষার পর বগুড়ার সারিয়াকান্দি খেয়াঘাট থেকে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার জামথল পথে যমুনা নদীতে ফেরি সার্ভিস উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ আগস্ট) দুপুরে সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের আয়োজনে জামথল ফেরিঘাটে ফেরি সার্ভিসের উদ্বোধন করেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
এতে দুই তীরের মানুষের মধ্যে বৃদ্ধি পাবে আত্মীয়তা ও সম্প্রীতির মেলবন্ধন।
সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহাদারা মান্নান এমপির সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী আলহাজ্ব মির্জা আজম এমপি, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. তাজুল ইসলাম, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক, বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মজিবুর রহমান মজনু, জামালপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ফারুক আহাম্মেদ চৌধুরী, বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, জামালপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মির্জা সাখাওয়াতুল আলম মনি, জিএস মিজানুর রহমান মিজান, মাদারগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল প্রমুখ।