• ঢাকা
  • রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২, ২১ শাওয়াল ১৪৪৬

ফ্রান্সে সন্ত্রাসীদের হাতে বাংলাদেশি খুন


মুন্সিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: মে ২৬, ২০২২, ০৩:৩৫ পিএম
ফ্রান্সে সন্ত্রাসীদের হাতে বাংলাদেশি খুন

ফ্রান্সের প্যারিসে সন্ত্রাসীদের হাতে সোহেল রানা (৪৩) নামের এক বাংলাদেশি খুন হয়েছেন।

শনিবার (২১ মে) ভোরে তার ওপর সন্ত্রাসী হামলা হয়। বুধবার (২৫ মে) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সোহেল মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখানের লতব্দী ইউনিয়নের খিদিরপুর গ্রামের আজিজুল হক সরকারের ছেলে। তিনি স্ত্রী, এক শিশুসন্তানসহ প্যারিসে বসবাস করতেন।

নিহতের বাবা আজিজুল হক সরকার বলেন, “আমার ছেলে সোহেল রানা ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি রেস্টুরেন্টে রাতের বেলা কাজ করত। প্রতিদিনের মতো ২১ মে  ভোর ৫টার দিকে কাজ শেষ করে সবাই বাসার উদ্দেশে বের হয়ে যায়। আমার ছেলে বের হয় ১০ মিনিট পর। রেস্টুরেন্টের কাছে একটি গলিতে ৪ সন্ত্রাসী মিলে আমার ছেলেকে বেধড়ক মারধর করে পালিয়ে যায়। এতে সে মাথায় প্রচণ্ড আঘাত পায়। পরে পুলিশ এসে তাকে হাসপাতালে নিয়ে যায়। চার দিন চিকিৎসাধীন থাকার পর বুধবার বাংলাদেশ সময় বেলা ১১টায় সে মারা যায়। এ ঘটনায় রেস্টুরেন্টের মালিক বাদী হয়ে ফ্রান্সের একটি থানায় মামলা করেছেন।”

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) মো. আজগর হোসেন বলেন, “মেসেজটা আমরা পেয়ে নিহতের বাড়িতে খোঁজখবর নিয়েছি। তবে নিহতের বাবা-মা ঢাকার শান্তিনগরে বসবাস করেন, তাই তাদের সঙ্গে মোবাইলে খোঁজখবর নিচ্ছি আমরা।”

Link copied!