• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

প্রতিমা বিসর্জন দিতে গিয়ে ২ নৌকার সংঘর্ষ, নিখোঁজ ১


পাবনা প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২১, ০৯:২২ পিএম
প্রতিমা বিসর্জন দিতে গিয়ে ২ নৌকার সংঘর্ষ, নিখোঁজ ১

পাবনার ঈশ্বরদীতে প্রতিমা বিসর্জন দিতে গিয়ে নৌকা থেকে পদ্মা নদীতে পড়ে এক যুবক নিখোঁজ হয়েছেন।

শুক্রবার (১৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার সাঁড়া ঘাটে শ্যালো ইঞ্জিন চালিত দুই নৌকার সংঘর্ষে এ ঘটনা ঘটে।

নিখোঁজ যুবকের নাম শুভ রায় (২৫)। তিনি ঈশ্বরদী পৌর শহরের কর্মকারপাড়া এলাকার (নুর মহল্লা) বাবলু রায়ের ছেলে।

ঈশ্বরদী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

নজরুল ইসলাম বলেন, “পদ্মা নদীর ৫নং সাঁড়া ঘাটে সন্ধ্যায় নৌকাযোগে প্রতিমা বিসর্জন দিতে যান হিন্দু ধর্মাবলম্বীরা। সাড়ে ৬টার দিকে দু’টি শ্যালো ইঞ্জিনচালিত নৌকার মুখোমুখি সংঘর্ষ হলে অন্তত ১০ জন পানিতে পড়ে যায়। অন্যরা সবাই সাঁতরে নদীর পাড়ে উঠতে পারলেও শুভ রায় নামের ওই যুবক নিখোঁজ হয়।”

খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালানোর প্রস্তুতি নেয়। কিন্তু রাত হয়ে যাওয়ায় অভিযান চালানো সম্ভব হয়নি। তবে রাজশাহী ডুবুরি দলকে খবর দেয়া হয়েছে। তারা আসার পর উদ্ধার অভিযান শুরু হবে বলে জানান নজরুল ইসলাম।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!