• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

প্রতারণা চক্রের সদস্য গ্রেপ্তার


যশোর প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৮, ২০২১, ০৩:৪০ পিএম
প্রতারণা চক্রের সদস্য গ্রেপ্তার

সেনাবাহিনীতে চাকরির নামে প্রতারণার অভিযোগে কামাল হোসেন (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

রোববার (৮ আগস্ট) ভোরে সদর উপজেলার গহেরপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের বক্কার মোল্যার ছেলে। 
তার কাছ থেকে নন-জুডিশিয়াল স্ট্যাম্প, সেনাবাহিনীর মালি পদে ভুয়া নিয়োগপত্র ও ভুয়া আইডি কার্ড উদ্ধার হয়েছে।

যশোর ডিবির ওসি রুপন কুমার সরকার জানান, সদর উপজেলার রাজাপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে মধু হোসেনকে (২৪) সেনাবাহিনীর মালি পদে চাকরি দেওয়ার প্রলোভনে ২০২০ সালের ৯ জুন ছয় লাখ টাকা নেয় কামাল হোসেন।

বিনিময়ে তিনি সেনাবাহিনীর মালি পদে ভুয়া নিয়োগপত্রসহ ভুয়া আইডি কার্ড দেন। মধুকে নিয়ে ঢাকা সেনানিবাসে যান এবং যশোর সেনানিবাসে বদলি হওয়ার কথা বলে বাড়িতে পাঠিয়ে দেন কামাল।

এ ঘটনায় শনিবার রাতে মামলা করেন রবিউল।

ওই মামলার ভিত্তিতে আজ ভোরে কামালের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে নন-জুডিশিয়াল স্ট্যাম্প, সেনাবাহিনীর মালি পদে ভুয়া নিয়োগপত্র ও ভুয়া আইডি কার্ড উদ্ধার হয়েছে।

ডিবি ওসি বলেন, সেনাবাহিনীসহ বিভিন্ন সংস্থার নামে ওয়েবসাইট খুলে প্রতারক চক্র ভুয়া চাকরির নামে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। এ চক্রটি সন্ধানে ডিবি কাজ করছে।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!