• ঢাকা
  • মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪, ৬ কার্তিক ১৪৩১, ১৮ রবিউস সানি ১৪৪৬

পোরশায় স্মার্টকার্ড বিতরণ


নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: মে ৯, ২০২২, ০৯:০৯ পিএম
পোরশায় স্মার্টকার্ড বিতরণ

নওগাঁর পোরশায় স্মার্টকার্ড (জাতীয় পরিচয়পত্র) বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে সোমবার (৯ মে) উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ওই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন রাজশাহী অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলাম।

নিতপুর ইউনিয়নে ১০, ১১, ১২ মে তিনটি কেন্দ্রে, তেতুলিয়া ইউনিয়নে, ১৩, ১৪, ১৫ মে তিনটি কেন্দ্রে, ছাওড় ইউনিয়নে ১৬, ১৭, ১৮ মে তিনটি কেন্দ্রে, গাঙ্গুরিয়া ইউনিয়নে ১৯, ২০, ২১ মে চারটি কেন্দ্রে, ঘাটনগর ইউনিয়নে ২২, ২৩, ২৪ মে তিনটি কেন্দ্রে ও মশিদপুর ইউনিয়নে ২৫, ২৬, ২৭ মে তিনটি নির্ধারিত কেন্দ্রে স্মার্টকার্ড বিতরণ করা হবে বলে সংশ্লিষ্টরা জানান।

বিশেষ অতিথি ছিলেন জেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান ও উপজেলা ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম। সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসেনের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন নিতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এনামুল হক।

এসময় নির্বাচন কর্মকর্তা তোজাম্মেল হক, ওসি জহুরুল হক, শিক্ষা কর্মকর্তা মাযহারুল ইসলাম, ইউআরসি ইন্সিট্রাক্টর কামরুজ্জামান সরদার, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ইউনুছ আলী, প্রেস ক্লাব সভাপতি হাবিবুর রহমান হাবিব উপস্থিত ছিলেন।
 

Link copied!