পুলিশ-বিএনপি সংঘর্ষ, আটক ৯


চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২১, ০৫:১২ পিএম
পুলিশ-বিএনপি সংঘর্ষ, আটক ৯

চট্টগ্রাম মহানগরীর কাজীর দেউড়ী এলাকায় পুলিশ-বিএনপি কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ৩টার দিকে এ পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।

এ সময় অন্তত ৯ নেতা-কর্মীকে আটক করেছে বলে বিএনপি দাবি করলেও পুলিশ বলেছে সাতজনকে তারা আটক করেছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন জানান, কাজীর দেউড়ী মোড়ে বিএনপির মিছিল থেকে বিনা উসকানিতে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এরপর পুলিশ ধাওয়া করে। তারা পালিয়ে যাওয়ার সময় সাতজনকে আটক করা হয়েছে। তবে বিএনপি নেতারা দাবি করেন, পুলিশ কোনো ধরনের উসকানি ছাড়া আমাদের নেতা-কর্মীদের ওপর হামলা করে।

এর আগে নাসিমন ভবনের দলীয় কার্যালয়ে নগর বিএনপির  প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ অনুষ্ঠিত হয়।

Link copied!