• ঢাকা
  • রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২, ২১ শাওয়াল ১৪৪৬

পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ২


জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত: জুন ৮, ২০২২, ০৯:২৪ এএম
পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ২

জয়পুরহাটে পিকআপ ভ্যানের ধাক্কায় অটোভ্যানে থাকা দুই যাত্রী নিহত হয়েছেন।

মঙ্গলবার (৭ জুন) রাত ১১টার দিকে ক্ষেতলাল উপজেলার মোলামগাড়ী-দুপচাঁচিয়া সড়কের শিবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন জেলার ক্ষেতলাল উপজেলার শিবপুর পূর্বপাড়া গ্রামের আকরাম হোসেনের ছেলে সাহাদুল (২৮) ও বগুড়ার শিবগঞ্জ উপজেলার সিদ্দিপুর গ্রামের মদন কামারের ছেলে শ্যামল বৈরাগী (৩২)।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত শাহাদুল ও শ্যামল একটি অটোভ্যানে চড়ে  মধুপুকুর এলাকা থেকে শিবপুর বাজারে যাচ্ছিলেন। পথে উপজেলার শিবপুর এলাকায় দুপচাঁচিয়াগামী পিকআপ ভ্যানটির ধাক্কায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

ওসি রওশন ইয়াজদানী আরও জানান, দুর্ঘটনার পরপরই পিকআপসহ চালক ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে যান। মামলার প্রস্তুতি চলছে এবং তাদের আটক করতে পুলিশের অভিযান চলছে।

Link copied!