• ঢাকা
  • রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২, ২১ শাওয়াল ১৪৪৬

পাহাড়ের গর্ত থেকে কিশোরের লাশ উদ্ধার


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: মে ৩০, ২০২২, ০৯:৪৬ পিএম
পাহাড়ের গর্ত থেকে কিশোরের লাশ উদ্ধার

কক্সবাজারের মহেশখালীতে পাহাড়ের গর্ত থেকে হাত-পা বাঁধা অবস্থায় শিপলব কান্তি দে নামের এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৩০ মে) বিকেলে ছোট মহেশখালী ইউনিয়নের লম্বাঘোনার পাহাড়ি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত শিপলব কান্তি দে ওই ইউনিয়নের ঠাকুরতলা হিন্দুপাড়া গ্রামের জীবন হরি দের ছেলে। তিনি পেশায় একজন মোবাইল মেকানিক ছিলেন।

স্বজনরা জানান, রোববার (২৯ মে) তার (শিপলব) এক বোনকে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। শিপলব সেখানেই ছিল। রাত ৯টার দিকে তাকে কে বা কারা ফোন করলে সে হাসপাতাল থেকে চলে যায়। এর পর থেকেই সে নিখোঁজ ছিল। পরে সোমবার পাহাড়ি ঝিরির গর্তে তার লাশ দেখতে পায় পানচাষিরা। স্থানীয় ইউপি চেয়ারম্যান ও পুলিশকে খবর দেওয়া হয়। পরে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে পুলিশ।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “ওই কিশোরের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তবে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।” 

Link copied!