উজানের ঢল আর টানা বৃষ্টিতে পাবনায় যমুনা নদীর পানি বাড়ছে। তবে অন্যান্য নদ নদীর পানি স্থিতিশীল অবস্থায় রয়েছে।
পাবনা পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মোশারফ হোসেন জানান, সোমবার (৩০ আগস্ট) সকালে যমুনা নদীর পানি বেড়ে নগরবাড়ি পয়েন্টে বিপৎসীমার ৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আর পদ্মা নদীর পানি পাকশী হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে বিপৎসীমার ৭২ সেন্টিমিটার নিচ দিয়ে এবং বড়াল নদীর পানি কিছুটা বেড়ে বড়াল ব্রিজ পয়েন্টে বিপৎসীমার ৩৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
এদিকে কৃষি দপ্তরের ভাষ্যমতে, পাবনা সদর, ঈশ্বরদী, বেড়া, সুজানগরসহ কয়েকটি উপজেলার নদীর তীরবর্তী নিম্নাঞ্চলে পানি ঢুকে সবজি ও ফসলের ক্ষেত তলিয়ে গেছে। কোটি কোটি টাকার ফসল ও সবজি ক্ষতির মুখে। অন্যদিকে কিছু কিছু স্থানে পানি প্রবেশ করায় জনসাধারণের বাড়তি ভোগান্তি যোগ হয়েছে প্রাত্যহিক জীবনে। কিছু স্থানে নদীতে ভাঙন ও পানি বৃদ্ধির ফলে নদী তীরবর্তী মানুষ তাদের ঘরবাড়ি সরিয়ে নিচ্ছেন।
পাবনা জেলা ত্রাণ ও পুনর্বাসন দপ্তরের দাবি, বন্যার পানি বৃদ্ধি বা ভাঙনের চিত্রটা এখনও ত্রাণ দেওয়ার মতো নয়। তবে সরকারি ত্রাণ বরাদ্দ সাপেক্ষে ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়া যাবে।