• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

পানিবন্দি পরিবারের মাঝে পাপনের ত্রাণ বিতরণ


ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: জুন ২৯, ২০২২, ১১:৪৯ এএম
পানিবন্দি পরিবারের মাঝে পাপনের ত্রাণ বিতরণ

কিশোরগঞ্জের ভৈরবের তিন ইউনিয়নের বিভিন্ন গ্রামের এক হাজার পানিবন্দি মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন বিসিবি সভাপতি ও সংসদ সদস্য নাজমুল হাসান পাপন।

মঙ্গলবার (২৮ জুন) এ ত্রাণ বিতরণ করেন তিনি।

এ সময় তার সঙ্গে ছিলেন ভৈরব উপজেলা নির্বাহী অফিসার সাদিকুর রহমান সবুজ, ভৈরব পৌর মেয়র ইফতেখার হোসেন বেনু, ভৈরব উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, সাবেক সাধারণ সম্পাদক আবুল মনসুরসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

নাজমুল হাসান পাপন জানান, ভৈরব কুলিয়ারচরে এখন বন্যার পরিচিতি ঘটে নাই স্বাভাবিক আছে। বন্যার পরিস্থিতি দেখা দিলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এদিকে বিকেলে ভৈরব উপজেলার শ্রীনগর ইউনিয়নের শ্রীনগর উচ্চ বিদ্যালয় মাঠে একটি গণ জমায়েতের মাধ্যমে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আওয়ামী লীগে যোগদান করেন।

এ সময় বিএনপি নেতা মমিনুল হক সেলিমের নেতৃত্বে দলটির বেশ কয়েকজন নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেন। যোগদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীনগর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আবুল বাশার। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক সম্পাদক বাহারুল আলম বাচ্চু।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!