• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

পাটুরিয়ায় উদ্ধারকৃত যানবাহন হস্তান্তর শুরু


রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২১, ০৯:৪০ পিএম
পাটুরিয়ায় উদ্ধারকৃত যানবাহন হস্তান্তর শুরু

মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটে দুর্ঘটনায় পদ্মায় ডুবে যাওয়া যানবাহন উদ্ধারের পর মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। 

রোববার (৩১ অক্টোবর) দুপুর মানিকগঞ্জের শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ কবির এ তথ্য নিশ্চিত করেছেন। 

মো. ফিরোজ কবির বলেন, পদ্মায় ডুবে যাওয়া সবগুলো যানবাহন উদ্ধার করে পাটুরিয়ায় বিআইডব্লিউটিএ’র টার্মিনালে রাখে কর্তৃপক্ষ। পরে যানবাহনগুলোর মালিকদের সেগুলির যাবতীয় কাগজপত্র নিয়ে আসতে বলা হয়। পরে যানবাহনগুলোর কাগজপত্র যাচাই-বাছাই শেষে উদ্ধার হওয়া ১৪টি যানবাহন ও চারটি মোটরসাইকেল মালিকদের কাছে হস্তান্তর করা হয়।

ফেরি দুর্ঘটনায় উদ্ধার অভিযানের প্রথম দিনে চারটি যান ও একটি মোটরসাইকেল, দ্বিতীয় দিনে পাঁচটি যান, তৃতীয় দিনে তিনটি যান এবং চতুর্থ দিনে দুটি যান ও তিনটি মোটরসাইল উদ্ধার করে বিআইডব্লিউটিএ। উদ্ধার হওয়া যানবাহনের মধ্যে ছয়টি পণ্যবাহী ট্রাক, আটটি কাভার্ডভ্যান ও চারটি মোটরসাইকেল।

এর আগে বুধবার (২৭ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে আমানত শাহ নামের রো রো ফেরি ১৪ টি ট্রাক ও কাভার্ডভ্যান নিয়ে পাটুরিয়া ৫ নম্বর ঘাটে উল্টে গিয়ে ডুবে যায়। এর পরপরই উদ্ধার অভিযান শুরু করে কর্তৃপক্ষ। শনিবার (৩০ অক্টোবর) পর্যন্ত চারদিনে ১৪ টি ট্রাক, কাভার্ডভ্যান এবং চারটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ উদ্ধার অভিযানে অংশ নেয় উদ্ধারকারী জাহাজ হামজা।
 

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!