• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

পাচারকালে ২ রোহিঙ্গা উদ্ধার, পাচারকারী আটক


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২০, ২০২২, ০৩:২৫ পিএম
পাচারকালে ২ রোহিঙ্গা উদ্ধার, পাচারকারী আটক

মালয়েশিয়ায় পাচারকালে দুই রোহিঙ্গা কিশোরকে উদ্ধার করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা। বুধবার (২০ জুলাই) ভোরে টেকনাফের মেরিন ড্রাইভ এলাকা ও নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পে অভিযানটি চালানো হয় বলে জানিয়েছেন ১৬ এপিবিএনের অধিনায়ক (এসপি) মো. তারিকুল ইসলাম তারিক।

উদ্ধাররা হলো নয়াপাড়া রেজিস্ট্রার্ড ক্যাম্পের ব্লক-এইচ, শেড নম্বর-৬৩৮/১, এমআরসি-৬০০৮৩-এর হামিদ হোসেনের ছেলে নুর হোসেন (১৫) এবং একই ব্লকের শেড নম্বর-৬১৮/১, এমআরসি-৫০৮৯১-এর মো. হানিফের ছেলে আবুল কালাম (১৫)।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আব্দুল গফুর (৬০) নামে এক রোহিঙ্গাকে আটক করেছে এপিবিএন পুলিশ। তবে এ সময় নুর মোহাম্মদ নামের আরেক পাচারকারী কৌশলে পালিয়ে যায়।

এসপি তারিকুল ইসলাম তারিক জানান, নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্প থেকে দুইজন রোহিঙ্গাকে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে মেরিন ড্রাইভের দিকে নিয়ে যাওয়া হয়েছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় পাচারের শিকার দুই রোহিঙ্গা কিশোর উদ্ধার করেছে এপিবিএন পুলিশ।

পরে ভিকটিমদের দেওয়া তথ্যে নয়াপাড়া রেজিস্ট্রার ক্যাম্পের ‘এইচ’ ব্লক এলাকায় অভিযান পরিচালনা করে আব্দুল গফুরকে আটক করা হয়। পাচারে জড়িত অপরজন নুর মোহাম্মদ কৌশলে পালিয়ে যায়।

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন এসপি মো. তারিকুল ইসলাম তারিক।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!